fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজধানীরাজধানীতে ডিএসসিসি মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ

রাজধানীতে ডিএসসিসি মেয়র তাপসের কুশপুত্তলিকা দাহ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। পুরান ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’ ব্যানারে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন এই দাহ করা হয়।

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে মেয়র তাপসের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদ’ সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় তারা প্রেসক্লাবের রাস্তায় মেয়র তাপসের কুশপুত্তলিকা জ্বালিয়ে দেন।

এতে বক্তারা বলেন, ‘করোনার এই সময়ে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়া মেনে নেওয়া যায় না। সরকারের কোটি কোটি টাকা বরাদ্দ থাকার পরও সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় আজ এই অবস্থা। শিশু-বৃদ্ধ সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

এ মৃত্যুর দায় ব্যর্থ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নিতে হবে। এখনো তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments