নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিবার বেলা ১১ টার দিকে ঢাকা-সিলেট মহসড়কের উপজেলার আওখাবো এলাকায় প্রাইভেটকার দিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে এনকে ফিলিং স্টেশনের হিসাব রক্ষকের কাছ থেকে ১৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী। রবিবার বেলা ১১ টার দিকে ঢাকা-সিলেট মহসড়কের উপজেলার আওখাবো এলাকায় এ ঘটনা ঘটে।
এনকে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মাসুম মিয়া জানান, রিয়েল মিয়া (২৫) এনকে ফিলিং স্টেশনের হিসাব রক্ষক হিসেবে কাজ করেন। রিয়েল মিয়া রবিবার বেলা ১১ টার দিকে ফিলিং স্টেশনের আমদানির ১৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে ভুলতার সাউথইষ্ট ব্যাংকে জমা দিতে যাচ্ছিল। এসময় রিয়েল মিয়া আওখাবো এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একদল ছিনতাইকারি একটি প্রাইভেটকারে করে এসে তার কাঁধে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকেসহ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে রিয়েল মিয়া পড়ে গিয়ে আহত হন। এ ব্যাপারে রিয়েল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
রূপগঞ্জ থানার অফিসার ইন চার্চ (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছে।