fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধবরিশালে পচা-বাসি খাবার বিক্রির দায়ে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা

বরিশালে পচা-বাসি খাবার বিক্রির দায়ে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা

বরিশাল নগরীসহ বিভাগের ৪ জেলায় ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রির বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-৮। এ সময় ২১ জন হোটেল ও কনফেকশনারী মালিকের কাছ থেকে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় এবং ১জন ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্ব-স্ব জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করে তারা।

সন্ধ্যায় র‌্যাব-৮ প্রেরতি এক প্রেস বিজজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরিশাল মহানগরীতে ৫টি খাবার হোটেল ও মিস্টির দোকানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। ভোলা সদরে ৩ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা এবং একজন ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এছাড়া ঝালকাঠি সদরে ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে ১৯ হাজার এবং পিরোজপুর সদরে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত অর্থদন্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের সতর্ক করেন। জনস্বার্থে  র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments