নোয়াখালী সদরের করিমপুর এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রাশেদা আক্তার মিনু (৫২) ও মোহাম্মদ আজিজ আরমান আইমন (৩২)।
গতকাল মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে। আজ বুধবার সকালে গ্রেফতারকৃত আসামিদের ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নোয়াখালী গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সবজেল হোসেনের নেতৃত্বে করিমপুর এলাকায় অভিযান পরিচালনা কালে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।