সচেতন বার্তা, ৬ জুলাই:রাজধানীর ওয়ারীতে একটি খালি ফ্ল্যাট থেকে উদ্ধার নিহত ৮ বছরের শিশু আফরিন সায়মার শরীরে ধর্ষণের আলাতম পাওয়া গেছে।
শনিবার ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “মেয়েটিতে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”
এর আগে, ওয়ারীর বনগ্রামে বহুতল একটি ভবনের ৮ তলার একটি ফাঁকা ফ্ল্যাটে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই শিশুটির লাশ পাওয়া যায়। একই ভবনের ষষ্ঠ তলায় শিশুটি তার পরিবারের সঙ্গে থাকত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজের সময় সামিয়া বাসা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টায় একই বাড়ির ৮ তলার একটি খালি ফ্ল্যাটে সামিয়ার লাশ পাওয়া যায়।
লাশ উদ্ধারের পর ওয়ারী থানার এসআই হারুনুর রশিদ জানান, শিশু সামিয়ার গলায় দাগ রয়েছে। এছাড়া ঠোঁটে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত চিহ্ন পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ওয়ারী থানার ওসি আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই ভবনের অষ্টম তলার নির্মাণ কাজ পুরো শেষ হয়নি। সেখানে একটি খালি কক্ষ থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।