fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাএবার জাদুকর মেসি নাকি মেসির জাদুকরী হ্যাট্রিক?

এবার জাদুকর মেসি নাকি মেসির জাদুকরী হ্যাট্রিক?

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিকের সুবাদে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।

বুয়েন্স আইরেসে ম্যাচের শুরু থেকে দাপুটে ছিল আর্জিন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা আলবিসেলেস্তারা শুরুতেই লিড নেয়। ১৪ মিনিটে ড্যানিয়াল পারেডেসের অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম তোলেন অধিনায়ক লিওনেল মেসি। আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।
তবে দ্বিতীয়ার্ধে আবারও সাফল্য পায় স্বাগতিকরা। এবার ৬৫ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন মেসি। আর ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এর মধ্য দিয়ে ব্রাজিলের কিংবদন্তি পেলের আন্তর্জাতিক গোলের রেকর্ড ভেঙে দেন মেসি। এখন জাতীয় দলের হয়ে তার মোট গোল ৭৯। পেলের ৭৭।

তাছাড়া এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল আর্জেন্টিনা। ৭ ম্যাচের ৪টি জয় ও ৩টি ড্রয়ে এখন তাদের ঝুলিতে ১৫ পয়েন্ট।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments