fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবাংলাদেশঅপরাধডোপ টেস্টের ভুয়া প্রতিবেদন তৈরির অভিযোগে গ্রেপ্তার যুবক

ডোপ টেস্টের ভুয়া প্রতিবেদন তৈরির অভিযোগে গ্রেপ্তার যুবক

বগুড়ায় ডোপ টেস্টের ভুয়া প্রতিবেদন তৈরি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সরকারি আজিজুল হক কলেজের কামারগাড়ি গেট-সংলগ্ন একটি ফটোস্ট্যাট ও কম্পিউটার কম্পোজের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম রাসেল মাহমুদ (২৫)। তিনি সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। একই সঙ্গে কলেজ গেট এলাকায় রাসেল কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। তার বাড়ি গাইবান্ধার সাপমারা গ্রামে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির অধিনায়ক ও স্কোয়াড্রন লিডার মো. সোহরাব হোসেন বলেন, রাসেল মাহমুদের কাছ থেকে সরকারি হাসপাতালের সিল ও স্বাক্ষর ব্যবহার করা ডোপ টেস্টের বেশ কিছু জাল রিপোর্ট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বগুড়া সদর থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডোপ টেস্টের মাধ্যমে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ প্রশাসন। এ সুযোগে জমে উঠেছে ডোপ টেস্ট বাণিজ্য। কলেজের আশপাশ ছাড়াও শহরের ফটোস্ট্যাট ও কম্পিউটার কম্পোজের দোকানগুলোতে ২০০-৩০০ টাকায় মিলছে ডোপ টেস্টের জাল প্রতিবেদন। সরকারি-বেসরকারি হাসপাতালের সিল-স্বাক্ষর জাল করে তৈরি করা এসব প্রতিবেদনের শিক্ষার্থীর শরীরে মাদকের উপস্থিতি নেই বলে উল্লেখ করা হয়। এ জাল প্রতিবেদন জমা দিয়ে অনেক শিক্ষার্থীর ইতিমধ্যেই ভর্তি সম্পন্ন হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments