টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় একটি ওষুধ কোম্পানির দুই রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন। তাদের নাম আরাফাত হোসেন ও দেলোয়ার হোসেন।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১ টার দিকে লাশ দুটি উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ।
নিহত আরাফাত হোসেনের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুরে বলে জানিয়েছেন তাদের সহকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলযোগে সখীপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে আরাফাত ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। তাদের দুই জনের মাথা ছিন্নভিন্ন হয়ে যায়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) শাহীন বলেন, একটি কাভার্ডভ্যান গোড়াই এলাকায় আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই কাভার্ডভ্যানটিই দুর্ঘটনা ঘটিয়েছে।