প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সিএনজি ফিলিং স্টেশন গুলোকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসমূহের গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প ও দীর্ঘমিয়াদি পরিকল্পনার অংশ হিসেবে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, বিকেল ৫টা থেকে রাত ১১ টা পর্যন্ত রাজধানীতে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ থাকে। একই সময়ে গ্যাসের চাহিদা বেড়ে যায়। সিএনজি ফিলিং স্টেশন গুলো থেকে এসময় সার্ভিসে ব্যস্ত থাকলে বাসাবাড়িতে গ্যাস এর উপরে বড় ধরনের চাপ পড়ে। এই চাপ সামাল দেওয়ার জন্যই মন্ত্রণালয় বিকেল পাঁচটা থেকে রাত ১১ টা পর্যন্ত পিক আওয়ারে সিএনজি ফিলিং স্টেশন গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল মঙ্গলবার গণবিজ্ঞপ্তি প্রকাশ এর মাধ্যমে সরকারের এই আদেশ কার্যকর হবে।