শেরপুরের শ্রীবরদীতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।
অভিযুক্ত ব্যক্তির নাম আ. হাকিম ওরফে ভূসি। তিনি উপজেলার সদর ইউনিয়নের পুরাতন শ্রীবরদী গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাকিমকে ওই শিশু জেঠা বলে ডাকে। গত মার্চ মাসে তিনি কৌশলে ওই শিক্ষার্থীকে তার বাড়িতে ডেকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেতে দেয়। পরে তাকে ধর্ষণ করেন তিনি।
এ ঘটনার একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি শিশুর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তার মা গত ৭ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসা করলে বিষয়টি জানাজানি হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মামলায় ৫/৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। ভিকটিমের সকল পরীক্ষা-নীরিক্ষা শেষ হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।