নোয়াখালী সদর উপজেলায় কথিত বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৫)। এ ঘটনায় সোমবার দুপুরে নির্যাতনের শিকার নারী বাদী হয়ে সুধারম মডেল থানায় চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ওই গৃহবধূর কথিত বন্ধু রাকিবকে (২৫) গ্রেফতার করেছে।
পুলিশ গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য বিকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এর আগে রবিবার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ইব্রাহিম মেম্বারের মৎস খামারে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামের বাসিন্দা ওই গৃহবধুর সঙ্গে লক্ষীপুরের রামগতি উপজেলার চররমিজ গ্রামের মো.রাকিব (২৫) এর পূর্ব পরিচিত ছিল। এর সূত্র ধরে রাকিব নারীকে রোববার বিকালে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে পার্কে বেড়াতে যান। দিনভর ঘুরে মাগরিবের নামাজের পর রাতে রাকিব ওই নারীকে নিয়ে পার্ক থেকে বের হয়ে ইব্রাহিম মেম্বারের মৎস প্রকল্পে নিয়ে যান। সে খানে রাকিব কয়েকদফা ধর্ষণ করেন। এরপর রাকিবের বন্ধু মামুন (২৫), জুয়েল (২৭), সাইফ উদ্দিন (২৮) পর্যায়ক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অভিযান চালিয়ে রাকিবকে আটক করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ওই নারী চারজনের বিরুদ্ধে মামলা করেছে। ১ জনকে গ্রেফতার করা হয়েছে।