fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনানাটোরে স্মার্টফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

নাটোরে স্মার্টফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

নাটোরের নলডাঙ্গায় স্মার্টফোন কিনে না দেওেয়ায় মো. আসিফ (১৫) নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ ঘরের সিলিং ফ্যানের রোডের সঙ্গে জর্জেটের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কিশোর আসিফ নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের দিয়ার কাজিপুর গ্ৰামের দুবাই প্রবাসী এমদাদুল হকের ছেলে। সে বাসুদেব পুর শ্রীচন্দ্র বিদ্যা নিকেতনের ৯ম শ্রেণির ছাত্র।

জানা যায়, স্মার্টফোন কিনে দেওয়া নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। মা মোবাইল ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী ও নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, কিছুদিন আগে ঐ ছেলের ফোন চুরি হয়ে যায়। তারপর থেকে সে মায়ের কাছে নতুন স্মার্টফোনের বায়না ধরলে পরে তা না পেয়ে আত্মহত্যা করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments