সচেতন বার্তা, ৮ জুলাই:রাজশাহীর গোদাগাড়ীতে মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন এক মাদকাসক্ত ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সালেক (৩২) পলাতক।
রবিবার রাত ১০টার দিকে উপজেলার আরিজপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম সেলিনা (৫০)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাতে সালেকের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে সালেক। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, সালেক মাদকাসক্ত ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।