অতিমারি করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ধরন সংক্রমণের হার বাড়িয়ে দিচ্ছে। এই সপ্তাহের শুরু থেকে করোনায় সংক্রমণ ও মৃত্যু ওঠানামা করছে। তবে কয়েক দিন ধরে আক্রান্ত ও মৃত্যু কমছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সংক্রমণে মারা গেছেন আরও ৬ হাজার ৬৯ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ ৫ হাজার ৩৮৪ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৯২০ জন। আর মোট করোনার সংক্রমণে সংক্রমিত হয়েছেন ২২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৬৪২ জন।
করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৯০৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৮৮০ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৮১৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ১৬৫ জনের।
প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ২২৫ জন।