মহেশখালী উপজেলার কুতুবজম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন খোকন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ কামালের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরও তিনজন ।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের মোশারফ হোসেন খোকন। এই ঘটনাকে কেন্দ্র করে কুতুবজোম ইউনিয়ন এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন খোকন জানিয়েছেন, কুতুবজোম দাখিল মাদরাসা কেন্দ্রে সকাল আটটা থেকে সুন্দর পরিবেশে উপস্থিত ভোটাররা ভোট দিচ্ছিলেন। এসময় অতর্কিতভাবে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সমর্থকরা হামলা করে। এতে গুলিবিদ্ধ অবস্থায় আবুল কালামকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
কুতুবজোম দাখিল মাদরাসা কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মাসুদ কুতুবী জানিয়েছেন, ভোট গ্রহণের পরিবেশ না থাকায় এবং উপস্থিতি ভোটাররা চলে যাওয়ায় ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ কামাল জানান মূলত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমাদের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালিয়েছেন। কেন্দ্রে উপস্থিত মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা আরও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।