রাশিয়ার পার্ম শহরের একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় সোমবার সকালে ওই হামলাকারী ক্যাম্পাসে ঘোরাফেরা করার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে আটজন নিহত হন।
হামলার ঘটনাটি ঘটেছে রাজধানী মস্কো থেকে ১৩শ কিলোমিটার( ৮শ মাইল) দূরে পার্ম স্টেট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
হামলার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ভবনের ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন, কেউ লাফ দিয়ে ফটকের বাইরে চলে যান। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির পুলিশ বলছে, হামলাকারীকে শনাক্ত করা গেছে। এদিকে, প্রাথমিক তদন্তে রাশিয়ার তদন্ত কর্মকর্তাদের কমিটি জানিয়েছে, হামলাকারী সম্ভবত বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী। সূত্রঃ বিবিসি নিউজ।