fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকবিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় ১ দিনে মৃত্যু আরও সাড়ে ৫ হাজার

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় ১ দিনে মৃত্যু আরও সাড়ে ৫ হাজার

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (সোমবার) বিভিন্ন দেশে আরও সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে আরও প্রায় চার লাখ মানুষ।

এদিন সর্বোচ্চ ৭২ হাজার সংক্রমণ রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সোমবার মারা গেছে ছয় শতাধিক মানুষ।

এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ প্রায় আটশ প্রাণহানি রয়েছে রাশিয়ায়। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখের কাছাকাছি।

এদিন ইরানে ১৭ হাজার সংক্রমণের পাশাপাশি মারা গেছেন তিনশ’র বেশি মানুষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুই থেকে তিন শতাধিক করে মানুষের মৃত্যু হয়েছে মালয়েশিয়া, ভারত, তুরস্ক, মেক্সিকো ও ভিয়েতনামে।

এ নিয়ে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু ৪৭ লাখ ১১ হাজার ছাড়িয়ে গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments