fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধবরগুনায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

বরগুনায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

বরগুনার তালতলীতে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার শরীফুলের বাড়ি গাজীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পিটি পাড়ায়। তার বাবার নাম মো. নজরুল ইসলাম। শরীফুল তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রসেসিং প্রকৌশলী পদে কর্মরত।

পুলিশ জানায়, কিশোরীর বাড়ি বাগেরহাটের মোংলাতে। বোনের বাসায় গাজীপুর থাকাকালীন শরীফুলের সাথে প্রেমের সম্পর্ক হয়। বিয়ে করে তাকে নিয়ে সংসার করার কথা বলে শরীফুল কিশোরীকে নিয়ে তালতলী কর্মস্থলে এসে ভাড়া বাসায় ওঠে। বেশ কয়েক দিন অতিবাহিত হলেও বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগ না নিয়ে কিশোরীকে ধর্ষণ করতে থাকে। সোমবার কিশোরী পাশের বাসায় নারীদের বিষয়টি জানালে তারা সাংবাদিক ও থানায় জানায়।

তালতলী থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পেয়ে আমরা ভিকটিমকে এবং শরীফুলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। শরীফুল সত্যতা স্বীকার করেছে। সোমবার রাতেই কিশোরীর দায়ের করা মামলায় শরীফুলকে গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments