কক্সবাজারের উখিয়ায় একটি একনলা বন্দুকসহ আব্দু শুক্কুর নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র সদস্যরা।
সোমবার গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে আব্দু শুক্কুরের বসতঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র উদ্ধার করা হয়।
১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক বলেন, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।