fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজধানীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মুগদা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মুগদার উত্তর মান্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- মো. কামাল, মোসাম্মৎ রহিমা কামাল ও মো. রাজিব।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী উত্তর মান্ডা এলাকায় ইয়াবা কেনাবেচা করছে- এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশের একটি দল ওই এলাকায় যায়। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ কামাল, রহিমা ও রাজিবকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্বে দেওয়া মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জানান, এ ঘটনায় মুগদা থানার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments