ইউনিয়ন ব্যাংকের ভল্টের ১৯ কোটি টাকা উধাওয়ের ঘটনায় অবশেষে গুলশান শাখার তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ কমিটি বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট দেবে বলে জানিয়েছেন ব্যাংকটির ডিএমডি হাসান ইকবাল।
আরও পড়ুনঃ ইউনিয়ন ব্যাংকের ভল্ট থেকে ১৯ কোটি টাকা উধাও
বৃহস্পতিবার ব্যাংকটির গুলশানে প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
হাসান ইকবাল বলেন, সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলের উপস্থিতিতেই ১৯ কোটি টাকা সমন্বয়ও করা হয়। মূলত ব্যাংকিং সময়ের পর একজন ভিভিআইপি গ্রাহককে ওই টাকা দেওয়া হয়েছিলো।
এটা ব্যাংকিং নিয়ম বহির্ভুত হলেও এমন ঘটনা নতুন নয়। গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন ব্যাংকে এমন লেনদেন হয়ে থাকে বলে দাবি করেন তিনি।