রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানের ওপর দিয়ে শনিবার রাতে কালবৈশাখী বয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় ৭৪ কিলোমিটার বেগে আঘাত হানে কালবৈশাখী।
শনিবার রাত ১০টার পর ঝড় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়। তাৎক্ষণিকভাবে ঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য কোনো পাওয়া যায়নি।
আবহাওয়া অফিসের চলতি মাসের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিনদিন মাঝারি/তীব্র বজ্রঝড় (কালবৈশাখী) ও দেশের অন্যত্র পাঁচ থেকে ছয়দিন হালকা/মাঝারি বজ্রঝড় (কালবৈশাখী) হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া বিদগন বলছেন, ভারী বৃষ্টিপাতজনিত কারণে এপ্রিলের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
চলতি মাসে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।