বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইনিংসের প্রথম ওভারেই দলের দুই ওপেনারকে হারিয়ে বসে তারা।
উইলিয়ামসনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরু ধাক্কা সামলে উঠে নিউজিল্যান্ড। অধিনায়ক উইলিয়ামসন রস টেলর নিয়ে শুরুর ধীরে ধীরে দলীয় স্কোর বড় করা চেষ্টা করেন। তবে রস টেইলর ৬৯ রানে গেইলের বলে ক্যাচ আউট হলেও দুর্দান্ত এক সেঞ্চুরি করেন উইলিয়ামসন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৮৭ রান। উইলিয়ামসন ১১৭ রান নিয়ে ব্যাট করছেন।
নিউজিল্যান্ড প্রথম বলেই হারায় ওপেনার মার্টিন গাপটিলের উইকেট। পেসার শেলডন কটরেলের বলে লেগ বিফোরের ফাঁদে পা দেন তিনি। তার পথ অনুসরণ করেন দলের অন্য ওপেনার কলিন মুনরোও। তিনিও প্রথম বলে খালি হাতে ফেরেন সাজঘরে। ইনিংসের পঞ্চম বলে বোল্ড হন তিনি।
পরে মাঠে নেমে উইলিয়ামসন ও টেলর তাদের জুটি শুরু করেন বেশ দেখে-শুনে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ পায়নি দুর্দান্ত ছন্দে থাকা নিউজিল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের কোনো বিকল্প নেই ক্যারিবীয়দের সামনে।