যে কোনো মূল্যে বরগুনার ঘটনায় দোষীদের আটক করে বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ব্যক্তিগত সম্পর্ক ও প্রেমঘটিত কারণে এবং ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশে এই হত্যাকাণ্ড ঘটেছে। এরইমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করার প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে আছে।’