সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, গত এক দশকে ঢাকা ওয়াসা তথা বর্তমান আওয়ামী লীগ সরকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকল্পে ভিশন-২০২১ অনুযায়ী “পরিবেশ বান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা” বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতা আগামী ২০২১ সালের মধ্যে রাজধানীতে ভূ-গর্ভস্থ পানির উৎসের উপর নির্ভরতা কমিয়ে ভূ-পৃষ্ঠস্থ উৎসের উপর নির্ভরতা বাড়াতে বৃহৎ তিনটি পানি শোধনাগার নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে ৭০ ভাগ ভূ-পৃষ্ঠস্থ পানি আর ৩০ ভাগ ভূ-গর্ভস্থ পানির উৎসের উপর নির্ভরতা নিশ্চিত করে ঢাকাবাসীর মধ্যে পানি সরবরাহ করা হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত এমপি দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সকালে এ অধিবেশন শুরু হয়।
মন্ত্রী বলেন, পানি সরবরাহে ঢাকা ওয়াসার গৃহীত বর্তমানে চলমান বৃহৎ প্রকল্পগুলো হলো সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩), পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্রকল্প (ফেজ-১) এবং গর্ন্ধবপুর পানি শোধনাগার প্রকল্প। রাজধানীতে নিরাপদ এবং প্রেসারাইজড পানি সরবরাহ নিশ্চিতকল্পে নতুন ট্রেঞ্চলেস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্ত পানি লাইন পরিবর্তন করে আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।