১২৫ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারত। এরই সঙ্গে আসর থেকে বিদায় ঘটলো ওয়েস্ট ইন্ডিজের।
লক্ষ্যটা ধরা ছোঁয়ার বাইরে ছিল না। কিন্তু, ওয়েস্ট ইন্ডিজের কাছে তাই হয়ে দাঁড়ালো পাহাড় সমান। মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহদের সামনে দাঁড়াতেই পারেননি গেইল, হোপ, হিটমেয়াররা।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ (৭২) রান করেন। মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে আসে (৫৬) রান।