fbpx
বাড়িরাজনীতিবাংলাদেশ ক্রমান্বয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে: ফখরুল

বাংলাদেশ ক্রমান্বয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে: ফখরুল

সচেতন বার্তা, ৩০জুন:বাংলাদেশ ক্রমান্বয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিগত ৩০ ডিসেম্ববরের নির্বাচনে সন্ত্রাস ও অস্ত্রের মুখে জনগণের অধিকার হরণ করেছে সরকার, সেহেতু রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলছে।
তিনি বলেন, একটা চরম অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সংকট বিরাজ করছে দেশে। এই সংকট নিরসনে খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পার্লামেন্ট গঠনই একমাত্র পথ।

রিফাত হত্যাকাণ্ডের প্রসঙ্গে ফখরুল বলেন, প্রকাশ্যে দুর্বৃত্তদের রামদা ও অন্যান্য মারাত্মক অস্ত্রের আঘাতে রিফাতকে (রিফাত শরীফ) যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার নিন্দা জানাই। সম্প্রতি এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সর্বাত্মক ব্যর্থ, উদাসীনতার পরিচয় দিচ্ছে। যেহেতু সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাই তাদের কোনো জবাবদিহিতা নেই।

সংসদ ভবন থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানোর দাবি সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মন্তব্যের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, উনি এ ধরনের কথা প্রায়ই বলছেন, আগেও বলেছেন। তাদের রাজনৈতিক দেউলিয়াপনারই বহি:প্রকাশ। এগুলো কোনো রাজনৈতিক চিন্তা বলে মনে করি না।

ছাত্রদলের সংকট নিরসনে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, জানতে চাইলে বলেন, ছাত্রদলের বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই এ বিষয়ে কথা বলবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments