সচেতন বার্তা, ৭ জুলাই:গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে সারাদেশে আজ অর্ধদিবস হরতাল চলছে। হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।
হরতালের অংশ হিসেবে ইতোমধ্যে রাজধানীর পল্টনে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সেখানে একটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। হরতাল চলাকালে মিছিল থেকে দাবি করা হয়েছে, হরতাল পালনের সময় খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় মিছিলে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
সাধারণ মানুষের পক্ষে আন্দোলন: প্রগতিশীল ছাত্র জোট
কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তাবায়নের জন্য নয়, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের পক্ষ হয়ে এই হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। তাদের বক্তব্য, শাহবাগে মোড়ে সড়কে অবস্থান নিয়ে সাধারণ মানুষের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।
প্রগতিশীল ছাত্র জোটের নেতা ফাহিম শিহাব রেজওয়ান অভিযোগ করে বলেন, অযৌক্তিকভাবে এই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, বাড়িভাড়া বাড়বে, এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাবে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ আজ ভালো নেই। দেশের জনগণ ভালো নেই। সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে।
হরতালের কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। এদিকে শাহবাগ মোড়ের চারপাশের যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।
হরতালের পক্ষে যে কোনো প্রকার পিকেটিং প্রতিরোধ করতে রাস্তার মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি। সড়কে মহড়া দিতে দেখা গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব)। এছাড়াও শাহবাগ মোড় ও পল্টনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসেই এমন বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে ব্যাপক যানজটের মুখে পড়েছে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। রাজধানীর গুলিস্তান-সদরঘাট, পল্টন, প্রেসক্লাব, কাকরাইল, বিজয়নগর এবং মতিঝিল সড়কে পরিবহনের যানজট তৈরি হয়েছে।
রোববার ভোর থেকে রাজধানীতে গণপরিবহন চলতে দেখা যায়। যা সপ্তাহের অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গণপরিবহনের সংখ্যাও বাড়তে থাকে।
এর আগে ‘জনস্বার্থ উপেক্ষা’ করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে আগামীকাল রোববার সারাদেশে অর্ধদিবস হরতালের সমর্থনে পদযাত্রাও করে বাম গণতান্ত্রিক জোট।
দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করতে শনিবার জাতীয় প্রেস ক্লাব থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত পদযাত্রা করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এছাড়া হরতাল সফল করার জন্য বাম জোটের নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা, পাড়া মহল্লায় প্রচারাভিযান চালিয়েছেন।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ৩০ জুন সব ধরনের গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। গ্যাসের এই বাড়তি দাম ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
তখনই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার আধাবেলা হরতাল ডাকে বাম গণতান্ত্রিক জোট। এই হরতালে নৈতিক সমর্থন জানায় বিএনপি। এছাড়াও এ কর্মসূচিকে গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য, খেলাফত মজলিসসহ রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে।