fbpx
বাড়িচট্টগ্রামনোয়াখালীনোয়াখালীতে পোস্টমাস্টারের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে!

নোয়াখালীতে পোস্টমাস্টারের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে!

সচেতন বার্তা, ৯ জুলাই:নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজার পোস্ট অফিসের পোস্টমাস্টার নূর করিমের বিরুদ্ধে গ্রাহকের আমানত প্রায় ৩ কোটি আত্মসাতের অভিযোগে তাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

জানা যায়, আসামি চাটখিল উপজেলার খিলপাড়া বাজার পোস্ট অফিসে দীর্ঘ আঠার বছর ধরে কর্মরত ছিলেন। স্থানীয় গ্রাহকরা পোস্ট অফিসে এফডিআর, রেমিট্যান্স, সঞ্চয়পত্র, সসঞ্চয়ী ব্যাংকের আমানতের টাকাসহ বিভিন্ন খাতে প্রায় কয়েক কোটি টাকা জমা রাখে। হিসাবের গড়মিলের কারণে ও স্থানীয় গ্রাহকদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জেলা পোস্ট অফিস ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে অভিযুক্ত পোস্টমাস্টারকে গত ২০ জুন চাটখিল থানা পুলিশের হাতে সোপর্দ করে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করে।

ঘটনার অনুসন্ধান চালিয়ে দুদক সত্যতা পেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬নং আমলি আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তার। এই মামলায় আজ মঙ্গলবার থেকে আসামি নূর করিমকে তিন দিনের রিমান্ডে নিয়েছে দুদক। দুদক নোয়াখালীর সহকারি পরিচালক ও তদন্ত কর্মকর্তা সুবেল আহমেদ জানান, রিমান্ডের প্রথম দিনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে  অভিযুক্ত আসামি স্বীকার করেন, সে বিভিন্ন সময়ে পোস্ট অফিসের গ্রাহকদের এ পর্যন্ত প্রায়  ৫ কোটি টাকা আত্মসাৎ করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments