আজ মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাষন জেলার সারদাগঞ্জ, কাশিমপুর, বেরেন্ডা এবং সুরাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। গাজীপুর জেলা প্রশাষক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গ্যাস আইন – ২০১০ অনুসারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ওমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
খবরের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান দৈনিক সচেতন বার্তাকে জানান, তার নেতৃত্বে পরিচালিত আজকের অভিযানে কাশিমপুর থেকে ১ কেজি গাজা সহ ২ জনকে আটক করা হয় এবং তাদের কে যথাক্রমে ১ বছর ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
অবৈধ ভাবে গ্যাস সংযোগ নেওয়ায় প্রায় ২০০০ ফিট পাইপ উত্তোলন করা হয়, ৬ কিলোমিটার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় যার ফলে ১৫০০ বাসাবাড়ির অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ হয়। তাছাড়াও সর্বমোট ৩০০০০/-(তিরিশ হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় তিতাস গ্যাস, চন্দ্রা, ব্যাটালিয়ন আনসার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন। মাদকদ্রব্য উদ্ধার অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সহযোগিতা করে।
জেলা প্রশাষনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান আরো বলেন, এরকম অভিযান নিয়মিত পরিচালিত করা হবে এবং গাজীপুরকে মাদকমুক্ত করা হবে। অবৈধ কোন গ্যাস সংযোগও থাকবে না বলে তিনি জানান।