
সচেতন বার্তা, ৮ আগস্ট: পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে জানানোর অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ। তিনি বলেন, আমাকে জানানো হলে প্রশাসনিক ব্যবস্থা নেব। তিনি সাংবাদিকদের বলেন এর পরেও যদি আমরা ব্যবস্থা না নেই তাহলে সংবাদ পরিবেশন করবেন।
গত ৭ আগস্ট দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রতি তিনি এ আহ্বান জানান। বুধবার (৭ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার হারুন অর রশিদ এসব কথা বলেন। কার্যালয়ের চতুর্থ তলায় নব নির্মিত ডিবি কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনের।
এসপি হারুন বলেন, এক সময় নারায়ণগঞ্জ পুলিশ চাইলেই প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা নিতে বা অভিযান চালাতে পারত না। এখন সে স্থান থেকে পুলিশ বেরিয়ে এসেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, কাচপুর, চিটাগাং রোডে বিশেষ নজরদাড়ি থাকবে। যদি কোনো পুলিশ গাড়ি থামিয়ে চাঁদা নেয় তবে সেটি আমাদের অবগত করবেন।