বৃহস্পতিবার দুপুরে টংগি ও গাজীপুরের এরশাদনগর এবং কেরানীর টেক বস্তি এলাকায় র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করার অপরাধে টাস্কফোর্স ১১ জনকে আটক করে। আটককৃত অপরাধীদের মোবাইল কোর্ট এর মাধ্যমে কারাদড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান দৈনিক সচেতন বার্তাকে জানান, টাস্কফোর্স এর মাদক বিরোধী অভিযানে আটককৃত ১১ জন অপরাধী ব্যাক্তিকে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর বিধান অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন।
বৃহস্পতিবার পরিচালিত মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গাজিপুর।