
রোববার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাহাত নামে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মাদ্রাসাছাত্র রাহাত কাঁঠালবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় কাঁঠালবাড়ী মোস্তাফিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেল পৌনে ৫টার দিকে মাঠে খেলতে গিয়ে একই গ্রামের খয়বর আলীর ছেলে রফিকুলের সঙ্গে রাহাতের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রফিকুল ও তার সহযোগীদের মারধরে ঘটনাস্থলেই রাহাতের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আফজাল হোসেন জানান, এ ঘটনায় ধলি বেগম (৪৮) ও রুবেল (২৬) নামে দুইজনকে আটক করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।