কে শিভান জানিয়েছেন, যখন বিক্রম ল্যান্ডার চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার উপরে ছিল তখনই ত্রুটি যুক্ত পরিকল্পনার ফলে চূড়ান্ত যোগাযোগ শেষ হয়ে যায়।
হাল ছেড়ো না বন্ধু! বেঙ্গালুরু নিবাসী বাঙালি বিজ্ঞানীদের হয়ত এখন মূল মন্ত্র সুমনের এই গানই। শেষ মুহূর্তে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ হারিয়ে যাওয়ায় এখনও অধরা চাঁদের নরম মাটিতে ভারতের পা দেওয়ার স্বপ্ন। তবে, স্বপ্ন সত্যি করার দৌড় অব্যহতই রইছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ল্যান্ডার ‘বিক্রম’ (Vikram lander)-এর সঙ্গে আগামী ১৪ দিন ধরে যোগাযোগের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (Indian Space Research Organisation) চেয়ারম্যান কে শিভান 9chairman K Sivan)। শনিবার গভীর রাতে চাঁদের ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন এই বিজ্ঞানী।