
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের বেইজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ইভিএমের ক্ষয়ক্ষতি হয়েছে। স্টোর রুমে রাখা প্রায় সাড়ে চার হাজার ইভিএমের মধ্যে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপন করা যায়নি।
এর আগ রবিবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে নির্বাচন ভবনের বেইজমেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর পর্যায়ক্রমে ১২টি ইউনিট গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ইভিএম মেশিনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপন করা যায়নি। এজন্য ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেই তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিরূপণ করা যাচ্ছে না। এজন্য গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন থেকে তা স্পষ্ট করে জানা যাবে। অবশ্য, বেজমেন্টে ইভিএমের পাশাপাশি কাগজের কার্টন থাকায় ধোঁয়া বেশ দেখা গেছে।