
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগে মোট ৫৬ জনকে আটক করেছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
বোয়ালিয়া মডেল থানা ২০ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৭ জন, কাটাখালি থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ৫ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৬ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ৭ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৭ জনকে মাদকদ্রব্যসহ ও ২৬ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ শরিফুল ইসলাম (৩৪) কে ৯ গ্রাম হেরোইন সহ, মোঃ কামরুজ্জামান (২২) কে ১৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ, মোঃ সবুজ (২১) ও আবু হুরায়রাহ (১৯) দ্বয়কে ৮ গ্রাম হেরোইন সহ আটক করে।
রাজপাড়া থানা পুলিশ মোঃ কাউছার আলী (৪৯) কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ মোঃ হেলালুর রহমান ও মোসাঃ ফরিদা বেগম (৪০) দ্বয়কে ১০ গ্রাম হেরোইন ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ মোঃ এনামুল (৩৬) কে ৩ গ্রাম হেরোইন সহ আটক করে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোঃ এসারুল ইসলাম (২৭) ও মোঃ মোস্তাক (৩২) দ্বয়কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম হেরোইন সহ আটক করে।
ডিবি পুলিশ মোঃ কাজেম মন্ডল (৪৮) কে ৩ গ্রাম হেরোইন সহ, বাচ্চু মিয়া (৪৫) কে ৫ বোতল ফেন্সিডিল সহ, মোঃ সুজন (২৮), সঞ্জিত চৌধুরী (২৬), (৫) মোঃ রাজন (৩০), (৬) মোঃ মোক্তার রহমান (৩২), (৭) মোঃ বাবু (২১)দের ৪০০ গ্রাম গাঁজা সহ আটক করে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।