রাতভর বৃষ্টির পর সকালেও চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। এতে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হতে বিলম্ব হয়। বৃষ্টি থামার পর বেলা একটায় ম্যাচটি শুরু হয়। তবে মাত্র ৭ মিনিট এবং ১৩টি বলের খেলা শেষ হতেই আবারও বৃষ্টি বাগড়া। ফলে মাঠ ছাড়তে বাধ্য হয় খেলোয়াড়রা।
এর আগে, বেলা একটার দিকে ব্যাট হাতে মাঠে নামের চতুর্থ দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও সৌম্য সরকার। আগের দিন যেখানে খেলা শেষ হয়েছিল সেই ৪৪.২ ওভার থেকে ম্যাচটি শুরু হয়। ৪৫ ওভারে মোহাম্মদ নবীর বাকি চারটি বল মোকাবেলা করেন সৌম্য। তবে কোনো রান সংগ্রহ করতে পারেননি।
৪৬তম ওভারে রশিদ খানের ৬ বলতে থেকে সৌম্য ও সাকিব একটি করে রান নিতে পারেন। ৪৭ ওভারে জহির খানের প্রথম বলে এক রান নিয়ে সাকিবকে স্ট্রাইক দেন সৌম্য। পরের দুই বলে দুটি করে চারটি সিঙ্গেল নেওয়ার পর বৃষ্টি শুরু হয়।