
আজ সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের উদৌগে সরকারী জমির অবৈধ দখল উদ্ধার অভিযান পরিচালিত হয়। এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং জান্নাতুল ফেরদৌস।
জানা যায়, গাজীপুর মহানগরের মুক্তমঞ্চ সংলগ্ন খাস জমি যার বর্তমান মূল্য ৩ কোটি টাকার বেশি, একটি মহল দীর্ঘদিন যাবত উক্ত জমি অবৈধ ভাবে দখলে নিয়ে ভোগ করে আসছিল। ইতিপূর্বে উক্ত জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ এর উদৌগ নেওয়া হলেও বিভিন্ন জটিলতায় সম্ভব হয়নি। আজকের অভিযানে উক্ত জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
এ প্রসঙ্গে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এর সাথে দৈনিক সচেতন বার্তার প্রতিবেদক জানতে চাইলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ” একটি মহল দীর্ঘদিন যাবত উক্ত ৬ শতাংশ জমি অবৈধ ভাবে দখল করে রেখেছিল যার মূল্য ৩ কোটি টাকা । আজকের পরিচালিত অভিযানে সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরো বলেন, এই উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করে, সদর ভুমি অফিস, ব্যাটালিয়ন আনসার এবং পুলিশ সদস্যগন।