
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড নামকস্থানে ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সাইনবোর্ড এলাকায় ময়মনসিংহগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় দুই পথচারী স্থানীয় মনা মিয়ার ছেলে মুদি দোকানদার আলাল উদ্দিন (৭০) ও আবদুল মিয়ার ছেলে ফজলু মিয়া (৪০) নামে ওই দুই ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। নিহতদের বাড়ি ওই ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বলে জানা যায়। ট্রাকটি আটক হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুনিম সারোয়ার জানান, স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, ট্রাকের চাকা খুলে যাওয়ায় ওই দুর্ঘটনাটি ঘটে। চালক ও হেলপারের গাফিলতি ছিল বলে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহালের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।