রংপুর-৩ আসনে উপ-নির্বাচন
সোমবার বেলা ২ টা ৪৫ মিনিটে রংপুর-৩ সদর আসনে উপ-নির্বাচনে লড়তে বিশাল শোডাউন ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করলেন রাহগীর আল মাহী সাদ এরশাদ। তিনি রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
সকাল থেকেই নির্বাচন অফিসের আশেপাশে ভিড় জমান জাতীয় পার্টির নেতাকর্মীরা। বেলা পৌনে ৩ টায় বিশাল শোডাউন নিয়ে সাদ এরশাদ নির্বাচন অফিসে আসেন। এ সময় তার সাথে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি অফিসে প্রবেশ করলেও নির্বাচন কর্মকর্তার রুমে যাননি। নিচের একটি রুমে অপেক্ষা করেন।
জেলা জাতীয় পার্টিও যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক মুনশি আব্দুল বারী, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আশরাফুল হক জবা, যুগ্ম আহ্বায়ক সোবহান মজিদ বিদ্যুৎ, যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকিকে নিয়ে সাদ এরশাদ রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন।
এর আগে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে এসে পল্লী নিবাসে মহাসচিবসহ এরশাদের কবর জিয়ারত করেন এবং মাওলানা কারামত আলী জৈনপুরির মাজার জিয়ারত করেন।
গত ১৪ জুলাই রংপুর সদর ৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১ সেপ্টেম্বর আসনটিতে নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর এখানে ভোটগ্রহণ হবে।