সচেতন বার্তাঃ’চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের ঘটনায় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের স্ত্রী চিত্রনায়িকা শামসুর নাহার শিমলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
“আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাকে জিজ্ঞাসাবাদ করে।আজ সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাজেশ বড়ুয়া।
এ বিষয়ে শিমলা সাংবাদিকদের বলেন, পলাশ মানসিক ভারসাম্যহীন। কেন সে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছেন তা বলতে পারব না। আগেই আমাদের আমাদের ডিভোর্স হয়েছিল। বিয়ের পর মনে হয়েছিল ওর মানসিক সমস্যা আছে। তাই বিরক্ত হয়ে ডিভোর্স দিয়েছিলাম।”
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বিমান ছিনতাইয়ের এই ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তোলে। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ মাঝআকাশে ছিনতাইয়ের চেষ্টা হয়। উদ্ধারের দীর্ঘ প্রচেষ্টার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত হন ‘পিস্তলধারী’ এক যুবক। পরে পরিচয় জানা যায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে পলাশ আহমেদ। একই সঙ্গে শোনা যায় ছেলেটি তার স্ত্রী শিমলার জন্য বিমান ছিনতাইয়ের চেষ্টা করে। যদিও পলাশের ব্যবহৃত পিস্তলটি প্লাস্টিকের ছিল বলে জানা যায়। বিষয়টি নিয়ে ওই সময় বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন শিমলা। বরাবরই সে তার স্বামীর বিষয়ে কিছু জানেন না বলে জানান। এরপর ২৫ আগস্ট দেশে ফেরেন শিমলা।