যুবলীগের নেতা-কর্মীদের ‘ওভার স্মার্ট’ না হওয়ার পরামর্শ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেছেন, স্মার্ট ভালো, ওভার স্মার্টের দরকার নাই। রাজধানীর উত্তরায় শুক্রবার যুবলীগের এক সম্মেলনে এসে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এত কারবারির দরকার নাই। স্মার্ট ভালো, ওভার স্মার্টের দরকার নাই। পানি ভালো, ওভার ওয়াটারের দরকার নাই। বেশি ওভার ওয়াটার হইয়ো না। বেশি শিক্ষিত দরকার নাই।’
আন্দোলনে একনিষ্ঠ ব্যক্তিদেরই কেবল যুবলীগে জায়গা হবে, এমন মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান বলেছেন, ‘এত তাত্ত্বিকের দরকার নাই। এত ফটর-ফটর করিও না। রাজনীতি সবার জন্য। সবাইকে এক করতে হবে। বলা হয় ভালো ভালো ছেলে দেখে নিয়ো। ভালো কে, সেটাই তো বুঝলাম না। আন্দোলন-সংগ্রামে একনিষ্ঠতা যার আছে, তাঁরা যুবলীগ করবে।’
নিজের ‘পরিবারের’ সঙ্গে সম্পর্ক যারা বাড়াতে পারবেন, তাদেরই যুবলীগের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। জনগণের সঙ্গে, ছাত্রলীগের সঙ্গে, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক যে যত বেশি বাড়াতে পারবেন, দায়িত্ব তাঁরা নেন।’