fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরংপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত

রংপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত

রংপুরের মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার বাহার কাছনা এলাকায় মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে আসামির ছুরিকাঘাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ওসি শওকত হোসেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরীর বাহার কাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ১৫১ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক করে পুলিশ। এ সময় আসামি পলাশ পুলিশ কর্মকর্তা এএসআই পিয়ারুলকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।

নিহত পুলিশ কর্মকর্তা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দন ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় চন্দ্রেরপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু মিয়ার পুত্র। নিহত পিয়ারুলের স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।

হারাগাছ থানার অফিসার ইন চার্জ (ওসি) শওকত হোসেন জানান, এ ঘটনায় হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। দুটি মামলার বাদি পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তরে বিষয়টি প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments