ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের টিকা নিতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনি খেয়ে রুনা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার দুপুরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্ত চর সেতুর ঢালে হযরত আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হযরত আলী ও তার স্ত্রী জহুরা বেগম পলাতক রয়েছেন।
একই ঘটনায় পপি আক্তার (২০) নামে অন্য আরেকজন নারী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত পপি আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডহর মন্ডল গ্রামের মহরম আলীর মেয়ে ও নিজামুদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। নিহত রুনা একই উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, হযরত আলীর স্ত্রী জহুরা বেগম গতকাল রবিবার সকালে করোনার টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাইনে দাঁড়ান। ভিড়ের মধ্যে বেলা ১১টার দিকে জহুরা বেগম তার গলায় থাকা স্বর্ণের চেন দেখতে না পেয়ে পাশে দাঁড়ানো দুই নারীকে সন্দেহজনকভাবে আটক করেন।