fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনারাজধানীতে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর চাঁনখারপুলে মাসুদ আল মাহাদী অপু নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে সেখানকার ‘স্বপ্ন ভবন’-এর আট তলায় ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। অপু বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন অপু। থাকতেন মাস্টার দা সূর্যসেন হলে। গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়।

অপুর রুমমেট জহিরুল ইসলাম বলেন, ‘দুইটার দিকে লাঞ্চে এসে রুম বন্ধ দেখি। ফাঁক দিয়ে শুধু হাতটা দেখা যাচ্ছিল। বাড়ির ম্যানেজারসহ কয়েকজনকে বিষয়টি জানাই। পরে সবাই মিলে দরজা ভেঙে ফেলি। ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ওনাকে উদ্ধার করে।’

জহিরুল জানান, অপু গেল রাতে একটা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, পড়ালেখাও করেছেন রাত ১টা পর্যন্ত। আত্মহত্যা করার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments