fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনারাজশাহীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

রাজশাহীতে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিমেল রিগ্যান ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলে এই ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি শুরুর আগে কার্যালয়ের পূর্বপ্রান্তে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মহানগর কার্যালয় থেকে দুপুরে বাড়ি ফেরার সময় ভদ্রা এলাকায় তরিকুল ইসলাম তরিক নামের ছাত্রলীগের এক কর্মী রিগ্যানকে ছুরিকাঘাত করেন। পরে রিগ্যানকে উদ্ধার করে স্থানীয়রা রামেক হাসপাতালে ভর্তি করেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, তরিকুল ইসলাম তরিকের নামে ছিনতাইসহ ৮-১০টি মামলা আছে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, অথ্যন্তরীণ বিরোধে ছাত্রলীগ নেতা রিগ্যানকে ছরিকাঘাত করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments