fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকআফগানিস্তানআফগানিস্তানে বোমা হামলায় তালেবান গোয়েন্দা নিহত

আফগানিস্তানে বোমা হামলায় তালেবান গোয়েন্দা নিহত

আফগানিস্তানের পশ্চিম নানগারহার প্রদেশে একটি বিস্ফোরণে তালেবানের একজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।

একটি সূত্রকে উদ্বৃত করে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সংবাদসংস্থা স্পুটনিক।   প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রটি জানিয়েছে, আজ সকালে (মঙ্গলবার) জালালাবাদ শহরে (নানগারহার প্রদেশের রাজধানী) একটি বিস্ফোরণে একজন তালেবান গোয়েন্দা কর্মকর্তা মারা গেছেন।

এই বিস্ফোরণের এক দিন আগে, জালালাবাদে তালেবানের একটি গাড়িতে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় দুইজন নিহত এবং অন্তত আরও ছয়জন আহত হয়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। বর্তমানে দেশটিতে তালেবানের শাসন চললেও তাদের এই শাসনকে চ্যালেঞ্জ করছে অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী। ইসলামিক স্টেট খেরাসান-আইএসকে তাদের অন্যতম।

কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানোর পর নতুন করে দৃশ্যপটে আসে এই সন্ত্রাসী গোষ্ঠীটি। বর্তমানে তালেবানের ওপর পরিচালাতি বিভিন্ন হামলার দায় স্বীকার করছে আইএসকে। ধারণা করা হচ্ছে- তালেবানের গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার পেছেনেও এই গোষ্ঠীটির হাত থাকতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments