‘প্রিয়া রে’ সিনেমার শুটিংয়ে বর্তমানে ইলিশের শহর চাঁদপুরে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তবে দুর্গোৎসব উদযাপন করবেন কলকাতায়।
বাংলাদেশের সিনেমায় এই প্রথম কাজ করছেন কৌশানি। তার কথায়, এটিই বাংলাদেশে আমার প্রথম কোনও সিনেমায় কাজ। এ সিনেমায় আমার নাম ‘প্রিয়া’ আর সিনেমাটির নাম ‘প্রিয়া রে’। এটি একটি রোমান্টিক ছবি। আমি একজন ঘরোয়া মেয়ে। বাবা-মায়ের একমাত্র মেয়ে। সেই আদর থেকেই প্রেমের অধ্যায়টা জীবনে শুরু হওয়া। আশা করছি এই সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের সবার মন জয় করতে পারব।
কলকাতার কৌশানি মুখোপাধ্যায় বলেন, পদ্মার ইলিশ প্রতিটা বাঙালির কাছেই জনপ্রিয়। বিশেষ করে ইলিশ, সরষে ইলিশ, ইলিশের ঝোল, এসব বলতে গেলেই জিভে জল এসে যায়। তবে ইলিশের কাটা নিয়ে খুব ভয় পাই। তবু ইলিশ আর ইলিশের ডিম খেতে আমার দারুণ লাগে। আমি শুটিং শেষে যেদিন কলকাতায় বাড়িতে ফিরব। চাঁদপুরের পদ্মার ইলিশ নিয়ে বাড়ির সবাইকে উপহার দেব। আর মায়ের হাতে তৈরি সরিষা ইলিশ খাব।