fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িরাজধানীআ'লীগের অধীনে কোনো নির্বাচন হবে নাঃ মির্জা আব্বাস

আ’লীগের অধীনে কোনো নির্বাচন হবে নাঃ মির্জা আব্বাস

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘যে সরকার নির্বাচনের আগের দিন ভোট চুরি করে ক্ষমতায় বসে, বাক্স ভর্তি করে ফেলে-এরকম সরকারের অধীনে কীভাবে নির্বাচনে যাই? আমরা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।’

আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আগামী নির্বাচনে বিএনপির নেতা কে- ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমাদের দল সম্বন্ধে আওয়ামী লীগের না ভাবলেও চলবে। তাদের নিজের চরকায় তেল দিতে বলেন, কীভাবে ক্ষমতায় টিকে থাকবে সেই চিন্তা করতে বলেন। ওদের সরকারে থাকার সুযোগ আর নাই। দেশের মানুষের মু্খে মুখে কথা উঠে গেছে যে, আওয়ামী লীগ নাই, বিএনপি আসছে।’

রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন পূনর্গঠন করা উচিত-প্রধান নির্বাচন কমিশনার এরকম বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, ‘এখন যে প্রধান নির্বাচন কমিশনার আছে তিনি তো একজন ভুয়া লোক। তার কথার আমরা মূল্য দেই না। সবচেয়ে বড় কথা হল যে, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন হতে পারে না, হবেও না। আমাদের কথা স্পষ্ট এই সরকারেরে অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’

১৯৯৬ সালে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, ‘এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রথম উত্থাপন করেছিল জামায়াতে ইসলাম। অতপর আওয়ামী লীগ এটাকে টেকওভার করে। তারাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমাদেরকে আনতে বলে, আমরা নিয়ে এসেছিলাম। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা করে আমরা সংবিধানে সংযোজন করেছিলাম। এখন উনারা বলেছেন সুযোগ নাই।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘এই সরকার বেগম খালেদা জিয়াসহ বহু নেতা-কর্মীর বিরুদ্ধে অযথা বহু মামলা দিয়ে রেখেছে, গুম-খুন করছে। কয়েকদিন আগে মুফতি কাজী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এদেশের জ্ঞানী-গুনী আলেম-উলামাদের গ্রেপ্তার করে এই সরকার কাকে খুশি করতে চাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments