ধর্ষণ-নারী নির্যাতনের কয়েকটি ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই ঢাকায় চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার হয়েছে একটি শিশু।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয় বছর বয়সী শিশুটির মেডিকেল পরীক্ষার পর তাকে তার মায়ের কাছে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শিশুটিকে ধর্ষণের অভিযোগে ট্রেনের যাত্রীরা মানিক (১৯) নামে ওই তরুণকে আটক করে পুলিশে দেয় বলে কমলাপুর রেলওয়ে থানার এসআই আলী আকবর জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানিকনগরের বাসিন্দা ওই শিশুটি কমলাপুর স্টেশন ঘুরতে গিয়েছিল। সম্রাট তাকে ফুসলিয়ে একটি ট্রেনে তোলে।
“ট্রেনটি যখন তেজগাঁও স্টেশন পার হচ্ছিল, তখন শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে সম্রাট। শিশুটির চিৎকারে যাত্রীরা সম্রাটকে আটক করে। পরে তাকে বিমানবন্দর স্টেশন ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করে।”
বৃহস্পতিবার সম্রাটকে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান রেল পুলিশ কর্মকর্তা আকবর।
তিনি জানান, শিশুটির বাবা নেই, তার মা একটি পোশাক কারখানায় কাজ করেন।